Home » আমাদের কথা

আমাদের কথা

ডেইলি বরিশাল ডটকম পাঠকবান্ধব একটি ওয়েব পোর্টাল, পাঠকই যার প্রাণ। আর  আমাদের যত আয়োজন তার সকটাই পাঠকদের কথা মাথায় রেখেই, পাঠকদের সঙ্গী করেই আমাদের পথ চলা। চাইলে আপনি আমাদের সারথী হতে পারেন। পড়ার পাশাপাশি এই পোর্টালে লিখতেও পারেন। দেশ-বিদেশের হাজারো পাঠকদের কাছে আপনার লেখাটি পৌঁছে দিতে আমরা  বদ্ধপরিকর।

মনের কোণে লুকিয়ে থাকা ছোট্র ছোট্র অনুভূতিগুলো দিয়ে গল্প কিংবা কবিতা গেঁথে পাঠাতে পারেন অথবা চাইলে ছড়া, ফিচারও লিখতে পারেন।


আপনি কি সাংবাদিকতায় আগ্রহী? সাংবাদিকতায় আপনার মেধাকে শাণিত করতেই আমাদের ভিন্নধর্মী এই আয়োজন। আপনি দেশে কিংবা দেশের বাইরে যেখানেই থাকুন না কেন চাইলেই সবসময় ডেইলি বরিশাল ডটকমের সাথেই থাকতে পারেন। আপনার এলাকায় ঘটে যাওয়া ঘটনা গুলোই তুলে ধরতে পারেন ডেইলি বরিশাল ডটকমের হাজার হাজার পাঠকদের মাঝে।

অথবা আপনার এলাকার ইতিহাস-ঐতিহ্য,সংস্কৃতি নিয়েও লিখতে পারে। চাইলে কৃতী মানূষদেরও তুলে আনতে পারেন আপনার লেখায়।

তাহলে আর দেরী কেন আজই বেরিয়ে পড়ুন সংবাদের পেছনে, তুলে আনুন সংবাদের পেছনের সংবাদ। সম্ভব হলে লেখার সাথে সঙ্গতি পূর্ণ কোন ছবি থাকলে তা পাঠাতে ভূলবেন না। আমরা যত্ন সহকারে ছাপবো আপনার সংবাদ।

লেখা পাঠাতে পারেন: [email protected] এই ঠিকানায়।