Home » পটুয়াখালী » সমুদ্র সৈক‌তের নতুন সম্ভাবনার আ‌রেক নাম সোনার চর

সমুদ্র সৈক‌তের নতুন সম্ভাবনার আ‌রেক নাম সোনার চর

রহমান আ‌রিফ  :

পটুয়াখালী জেলার রাঙ্গাবালি উপজেলার সর্ব দক্ষিনের এক অপার সৌন্দর্য স্থান সোনারচর। ৭ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকতের সাথে পাবেন ঝাউবন,কাশবন ও ম্যানগ্রোভ বন। প্রায় সাত কি:মি: দীর্ঘ বালুকাবেলায় রয়েছে অগনিত লাল কাকড়ার বসবাস।

 

সম্পূর্ন জন বিচ্ছিন্ন এই রাজ্যে হিংস্র জন্তুরাই রাজা। বনে আছে হরিণ, শিয়াল,বনমোষ,মেছো বাঘ,অজগর সহ নানা প্রজাতির সাপ। শীতকালে থাকে অতিথী পাখির কলকাকলি।

সূর্যাস্তের সময় সমগ্র সমুদ্র পাড়ের বালুগুলো সোনালি রঙ ধারন করে তাই এর নাম রাখা হয়েছে সোনার চর।