Home » পিরোজপুর » কাউখালী উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক গৌতম কুমার দাস সংবর্ধিত

কাউখালী উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক গৌতম কুমার দাস সংবর্ধিত

সৈয়দ বশির আহম্মেদ, কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:পিরোজপুরের কাউখালী উপজেলার পূর্ব আমরাজুড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার দাস জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬ এর শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় ফুলের তোরা ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার দুপুরে পূর্ব আমরাজুড়ী মাধ্যমিক বিদ্যালয় আয়োজিত বিদ্যালয় হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি একেএম আব্দুল শহীদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান শেখ শামছুদ্দোহা চানঁ, সাবেক ইউপি চেয়ারম্যান কৃষ্ণ লাল গুহ, সাবেক প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন ফারুক, শিক্ষানুরাগী আঃ লতিফ খসরু, মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ সালাম, সাবেক প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ কুন্ডু, মহিলা পরিষদের সভানেত্রী সুনন্দা সমাদ্দার, ম্যানেজিং কমিটির সদস্য নজরুল ইসলাম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলী উজ্জামান, শিক্ষক আঃ জলিল, শিক্ষার্থী নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক মাছুদ করিম।